পবিত্র ওমরাহ পালনে সৌদিআরব গেলেন সাবেক এমপি আবুল কালাম


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025 পবিত্র ওমরাহ পালনে সৌদিআরব গেলেন সাবেক এমপি আবুল কালাম পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব গেলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সপরিবার নিয়ে দেশ ছেড়েছেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
 
তিনি বলেন, সুস্থ্য শরীরে যাতে পবিত্র ওমরা হজ্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আপনাদের মাঝে আবারও ফেরত পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব।