ফতুল্লায় বিদেশি অস্ত্র সহ দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 12, 2025 ফতুল্লায় বিদেশি অস্ত্র সহ দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই রাউন্ড গুলি ও পিস্তলসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ পুরান সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- আদর্শনগরের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাশেদ আহম্মেদ হৃদয় এবং রহিম আহম্মেদ সাগর।

স্থানীয়রা জানান, কুতুবপুরের লিখন বাহিনীর সাথে নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে সাগর-হৃদয় গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে সোমবার বিকেলে হৃদয় ও সাগর দলবল নিয়ে অস্ত্রসহ লিখন বাহিনীর উপর হামলা করতে আসে। তবে, লিখন বাহিনী তাদেরকে অস্ত্রসহ আটক করে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন, সাগর ও হৃদয়ের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৬২ এম এম বোরের বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, তারা দুজন বালু ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করতো। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার করতে বিশাল বাহিনী গড়ে তুলেছিল তারা।