সিদ্ধিরগঞ্জে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025 সিদ্ধিরগঞ্জে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুট্টি খান (৩০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তার আগে গত রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কুট্টি খান সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অন্যতম সহযোগী আর সোহাগ হোসেন নাসিক ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।  

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, কুট্টি খান ও সোহাগ হোসেনকে জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যা চেষ্টার মামলায় সোমাবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।