আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৩


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 27, 2025 আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৩
আড়াইহাজারে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন উর রশীদসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. হারুন অর রশিদ, মো. জুয়েল রানা (৩৬), মো. আবু মুছা (৩৮), লিটন (৩২), মাহাবুব হাসান (৩৮), মো. কামাল উদ্দিন (৫০), রাসেল (২৪), খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪) ও আলামিন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।