মাদক বিক্রি-সেবনের দায়ে যুবকের কারাদন্ড

আদালত
আদালত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারভেজ ওরফে হৃদয় (২৫) নামের এক মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ মে) বিকেলে গোপালদী ব্যাপারীপাড়া এলাকায় অভিযানে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় নরসিংদীর শ্যামরায়েরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি আড়াইহাজারের গোপালদী উলুকান্দী ব্যাপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, গোপালদীর উলুকান্দী এলাকা থেকে একজনকে গাঁজা সেবন ও বিক্রির সময় আটক করা হয়। এসময় তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, এসআই নজরুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম।