বিএনপি আমাকে লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করেছে : তৈমুর

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, বিএনপি আমাকে প্রয়োজন মনে করে নাই। বিএনপি আমাকে অত্যন্ত অত্যাচার- নির্যাতন ও লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করেছে। কিন্তু আল্লাহপাক আমাকে এই দলের মহাসচিব হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়। 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের পশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি তৃণমূল বিএনপি থেকে মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জনা দিয়েছেন।

নির্বাচন সুষ্ঠু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস করি তিনি কমিটমেন্ট রক্ষা করবেন। এটা রক্ষা করতে না পারলে যে সংকট হবে সেটির প্রধান ভিকটিম হবেন প্রধানমন্ত্রী। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হবেনা। 

বিএনপির সবাই সহিংসতার সাথে জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যারা করে সবাই গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না। আমি শুনেছি, রূপগঞ্জে এমপি সাহেব যে লিস্ট দেন তাদের কেউ বাড়িতে থাকতে পারেন না।

তিনি বলেন, প্রশাসনকে অনুরোধ করবো- আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না, তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেফতার অশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।

এ সময় তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট আলী হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপি মহাসচিব তৈমুর আলম খন্দকার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ‍রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।