নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পদ্মা রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, ধারণা করা হচ্ছে- ওই যুবক পদ্মা রেলসেতুর উপর থেকে পড়ে মারা গেছেন। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।