নির্বাচনী প্রচারণায় নাচলেন সাবেক এমপি কায়সার

নেচে- গেয়ে আনন্দ উল্লাস করে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এ সময় দলের নেতাকর্মীরা ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করে পুরো এলাকা মাতিয়েছেন। নেতাকর্মীদের আনন্দ উল্লাস দেখে প্রচারণার সময় নাচলেন প্রার্থী কায়সার হাসনাত ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

পরে সোনারগাঁ জাদুঘরের সামনে এসে প্রচারণা শেষ হয়।

প্রচারণা শেষে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, বিগত ১০ বছর পর নৌকা প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর বহির্প্রকাশ হিসেবে আজকে নেতাকর্মীরা দলের সিদ্বান্ত পালন করতে মাঠে নেমেছে। আর দলের সিদ্ধান্ত পালন করেছি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মূল্যায়ন করেছেন। দীর্ঘ দিন নৌকা না পাওয়ার বেদনা ও আনন্দ দুটোই রয়েছে, তবে দীর্ঘ দিন পর নৌকা পাওয়ায় নেতাকর্মীরা বিজয় উল্লাস করেছে।

নৌকার বিজয়ের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছেছে। সোনারগাঁয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি বিশ্বাস করি জনগণ এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ভুল করবেনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া, সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম রহমান, আওয়ামী লীগ নেত্রী রুবিয়া সুলতানা সহ প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর এই আসনে নৌকার প্রার্থী হয়েছেন এবারের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এর আগে গত ২০১৪ ও ২০১৮ সালের দুই মেয়াদে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। তবে ২০০৮ সালে নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করে জয় লাভ করেছিলেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।