নারায়ণগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

নারায়ণগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

ফতুল্লা প্রতিনিধি :

ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় যাত্রীবাহী বাসের চাপায় সাইদুল রহমান (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল ৯ টায় ভুইগড় পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাস চালক শহিদুল ইসলাম কে আটক করেছে পুলিশ।

নিহত সাইদুল রহমান বাগেরহাট জেলার সদর থানার খাদ্দার গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। সে অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটিডের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইদুল রহমান মোটরসাইকেল যোগে সারুলিয়া যাওয়ার পথে পাসপোর্ট অফিসের সামনে পৌছালে পেছন থেকে হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী পাপিয়া আক্তার জানান, তারা নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ নুরে আজম জানান, বাস সহ চালক শহিদুল ইসলাম কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।