নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সহ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি ও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এ মনোনয়ন পত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি আসনে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী সহ ৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ-১ আসনে ১০ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৬ জন, নারায়ণগঞ্জ-৩ আসনে ১৩ জন, নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ জন, নারায়ণগঞ্জ-৫ আসনে ৫ জন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, মনোনয়ন পত্র দাখিলের সময় বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটে থাকতে পারে। কোন প্রার্থী আচরণ বিধি লংঙ্গন করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ জন্য নির্বাচন কমিশন থেকে নির্বাচনী অনুসন্ধান কমিট এবং আচরণ বিধি লংঙনে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে। এরপর যদি কোন কিছু আমাদের কাছে আসে আমরা ব্যবস্থা নিব। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কঠোর।