ট্রাক নিয়ে দোকানে ডাকাতির চেষ্টা, ড্রাইভারসহ আটক ৩

সিদ্ধিরগঞ্জে  ট্রাক নিয়ে দোকানে ডাকাতি করার সময় ৩ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর রাতে গোদনাইল নয়াপাড়া এলাকার জালকুড়ি- হৃদয়মনি স্কুল রোডের এক দোকানের মালামাল লুট করার সময় তাদের আটক করা হয়। এ সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যায়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ডাকাতদের আহত থানায় নিয়ে যায়। ডাকাতদের ব্যবহৃত মিনি-ট্রাকটি দ্রুত পালিয়ে যাবার সময় ডিএনডি ক্যানেলে পড়ে যায়।

আটককৃতরা হলো- খোরশেদ আলম (৩৮), মনির (৫০) ও হৃদয় খন্দকার (২৬)।

জানা যায়, এক দল ডাকাত ট্রাক নিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত তিনটায় জালকুড়ি-হৃদয়মনি স্কুল রোডের গোদনাইল নয়া পাড়ায় মো. কালামের মুদি দোকানে ডাকাতি করতে আসে। তারা সাটারের তালা ভেঙ্গে দোকানের মালামাল লুট করার সময় পাশের ট্যাংকলড়ি গ্যারেজের লোকজন টের পায়। তাদের উপস্থিতি দেখে দেখে ডাকাত দল দ্রুত ট্রাক ( ঢাকা  মেট্রো- ন ১৪-৪৩৫২) চালিয়ে পালিয়ে যাবার সময় ট্রাকটি ডিএনডির খাদে পড়ে যায়। এলাকাবাসীর হাতে ড্রাইভারসহ ৩ জন ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আহত ডাকাতদের থানায় নিয়ে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার এস আই মশিউর রহমান নয়ন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর পর শনিবার (১১ নভেম্বর) বিকেলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।