আড়াইহাজার প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচনে ৯৯৯২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকে মেয়র প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৪৮৯০ ভোট। সোমবার (১২ জুন) রাতে আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারিভাবে এ তথ্য জানান।
ভোটের ফলাফল হিসেবে, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯৯৯২ ভোট, জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৪৮৯০ ভোট, মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১৩৩৯।
ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। মোট ভোট পড়েছে ১৮৩৭২। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৮৩২৮ টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪টি।
ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মো. সুন্দর আলী গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে খুব ভাল লাগছে। ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এলাকার জনগণের জন্য কাজ করে যাবো।
এ ছাড়া নির্বাচনে তিনটি সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী ও নয়টি সাধারণ আসনে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫।
এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।