নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দায়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানকে শোকজ করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবিব এই সংসদ সদস্য কে নোটিশ দেন।
নোটিশে বলা হয়, গত ১ ডিসেম্বর জাতীয় পত্রিকার অনলাইনে ও ২ ডিসেম্বর প্রিন্ট ভার্সনে সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শহরের তল্লা এলাকায় আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল ও পথসভা করা হয়। যার ফলে যানবাহন ও পথচারীদের প্রতিবন্ধকতা তৈরি হয়। এরূপ কার্যক্রম প্রার্থীর আচরণবিধিমালা ৬ এর (খ) এবং ১২ ধারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আগামী ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনে ব্যক্তিগত ভাবে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধ করা হলো। একই সঙ্গে নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
তবে এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শামীম ওসমানের মুঠোফোনে ফোন করে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, শোকজ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, তাদের দুজনকে শোকজ করার কথা শুনেছি। তবে এটা আমরা করিনি। জেলা জজ তাদেরকে শোকজ করেছে।