অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

ফতুল্লা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিল্টন বিশ্বাস (৪১) নামে এক ব্যক্তি।

এই ঘটনায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নিহতের স্ত্রী আরতি রানী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এর আগে এদিন ভোরে ফতুল্লার পশ্চিম তল্লার সরাফত উল্লার ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

মামলায় উল্লেখ করা হয়, তাদের সংসারে প্রায় সময়ই অভাব অনটন লেগে থাকতো। সেইসঙ্গে সংসার পরিচালনা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন মিল্টন বিশ্বাস। বুধবার স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। সকালে উঠে স্ত্রী দেখেন তার স্বামী বিছানায় নেই। পরে খোঁজ করে দেখেন আম গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, অভাব-অনটনে হতাশা থেকে মিল্টন আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী জানিয়েছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।